
দেশের ব্যাংকিং খাতকে খাদের কিনারে রেখে গেছে শেখ হাসিনা সরকার। বুধবার (১৪ আগস্ট) এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল।
এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং জানিয়েছে, ঝুঁকির শীর্ষে রয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। ‘ব্যাংকিং শিল্প দেশের ঝুঁকি মূল্যায়ন’ স্কেলে বাংলাদেশকে দশের মধ্যে ৯ নম্বরে রাখা হয়েছে, যা ব্যাংকিং খাতে দুর্বলতম ১০টি দেশের একটিকে প্রতিনিধিত্ব করে।
তারা আরও জানায়, এই র্যাংকিং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অর্থনৈতিক ও শিল্প ঝুঁকিকে প্রতিফলিত করে। এই ঝুঁকিতে পড়ার অন্যতম কারণ হিসেবে মার্কিন ডলারের প্রাপ্যতার ঘাটতিকেই নির্দেশ করেছে সংস্থাটি।
এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং-এর ক্রেডিট বিশ্লেষক শিনয় ভার্গিস এ প্রসঙ্গে কথা বলেন। তিনি পটেনশিয়াল পলিসির নিষ্ক্রিয়তা ও আর্থিক সংস্কারে মন্থরতার বিষয় নিয়ে সতর্কতামূলক বার্তা দেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেন। ব্যাংকটির বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ২০২৫ সালের মার্চের জন্য নির্ধারিত একটি প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) কাঠামোর বাস্তবায়ন বিলম্বিত করতে হুমকিও দেয় বলে জানায় এসঅ্যান্ডপি গ্লোবাল।
/এএম



Leave a reply