Site icon Jamuna Television

দিল্লিতে বিমানে হাইজ্যাক সাইরেন, আতঙ্ক

দিল্লি-কান্দাহার এফজি৩১২ বিমানটি উড্ডয়নের কথা ছিল বিকাল সাড়ে ৩টায়। কিন্তু বিমানটি টেক অফ করার আগ মুহূর্তে হঠাৎ ‘বিমান হাইজ্যাক’ এর সাইরেন বেজে ওঠে। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে।

শনিবার দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

সাইরেন বেজে ওঠার পরে মুহূর্তে নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছে যান। বিমানে শুরু হয় তল্লাশি। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছুই পায়নি তারা। পরে সন্ধ্যায় বিমানটি উড্ডয়ণ করে।

খবরে বলা হয়েছে, পাইলট ভুলক্রমে সাইরেন বোতামে চাপ দিয়ে ফেলেন। পাইলটের ভুলেই এই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রী ও নিরাপত্তাকর্মীদের। তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি।

Exit mobile version