Site icon Jamuna Television

স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারতবাসী

সাতাত্তর পেরিয়ে আটাত্তরে পা রাখলো ভারতের স্বাধীনতা। নানা আয়োজনে ভারতজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। সামরিক কুচকাওয়াজসহ দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি।

টানা ১১তম বারের মতো স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভাষনে বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনের সময়ে ভারতের ৪০ কোটি মানুষের সংগ্রামের কথাও স্মরণ করেন মোদি। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও। সব রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস।

এদিন, সারা দেশকে কড়া নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তাবাহিনী ছাড়াও বিশৃঙ্খলা এড়াতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

উল্লেখ্য, ১৭৫৭ সালে পলাশীর রণাঙ্গনে অস্তমিত হয়েছিল ভারতের স্বাধীনতার সূর্য। দীর্ঘ ২০০ বছর ধরে চলেছে মুক্তি অর্জনের লড়াই। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সশস্ত্র বিপ্লববাদী লড়াই, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম সহ অসংখ্য লড়াই লিখেছে নতুন ইতিহাস।

/আরআইএম

Exit mobile version