Site icon Jamuna Television

শতাধিক রুশ সেনাকে আটকের দাবি কিয়েভের

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার বাহিনী কুরস্ক অঞ্চল থেকে শতাধিক রুশ সেনাকে আটক করেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ দাবি করেছেন। বুধবার (১৪ আগস্ট) কুরস্ক অঞ্চল থেকে তাদের বন্দি করা হয়।

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অভিযান দ্বিতীয় সপ্তাহে গড়াল। গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত দিয়ে মস্কোর ভেতরে প্রবেশ করে ইউক্রেনের সেনারা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় অর্জন কিয়েভের।

কিয়েভ জানায়, ২৪ ঘণ্টায় আরও দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। যদিও, এ ব্যাপারে কিছু জানায়নি মস্কো। তবে, অন্যান্য কয়েকটি অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলার কথা স্বীকার করেছে। ইউক্রেনের ছোঁড়া ১১৭টি ড্রোন ভূপাতিতের দাবি তাদের।

গত সপ্তাহে, আকস্মিক হামলার শিকার হয় কুরস্ক। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়। সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। জরুরি অবস্থা জারি রয়েছে বেলগোরদেও। ঠিক কতখানি এলাকার দখল নিয়ে তা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করেছে রাশিয়া-ইউক্রেন। এ পর্যন্ত কুরস্কের ৭৪টি গ্রাম দখলের দাবি করেছে কিয়েভ সেনারা।

/আরআইএম

Exit mobile version