Site icon Jamuna Television

পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই শেখ হাসিনার: রুহুল কবির রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নয়াপল্টনে ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিকশাচালক মোহাম্মদ কামালের পরিবারের সদস্যের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনগণের ক্ষোভের মুখে শেখ হাসিনার রাজসিংহাসন উল্টে গেছে। দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। তার আগে আত্মীয় স্বজনকে নিরাপদে পার করে পরে নিজে পালিয়েছেন শেখ হাসিনা।

এসময় দেশের প্রচলিত আইনে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

উল্লেখ্য, জুলাইয়ে জোয়ার ওঠা কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এতে প্রাণহানি ঘটে শত শিক্ষার্থী-জনতার আর আহত হয় সহস্রাধিক। আন্দোলনের জোয়ারে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তার নামে এ নিয়ে মোট পাঁচটি মামলা করা হয়েছে।

/এএম

Exit mobile version