Site icon Jamuna Television

টুকু-পলক-সৈকতকে তোলা হবে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গতকাল গ্রেফতার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি’র জনসংযোগ বিভাগ।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পল্টনে হওয়া সহিংসতায় প্রাণ যায় এক রিকশাচালকের। সেই হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানায় মামলা হয়। সেই মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এমএইচআর

Exit mobile version