Site icon Jamuna Television

ছেলেসহ সব হত্যার বিচার চান রিয়ানের বাবা

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সমন্বয়ক নাসিব হাসান রিয়ানের বাবা ছেলেসহ সব হত্যার বিচার দাবি করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন রিয়ানের বাবা কৃষি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা গোলাম রাজ্জাক। উপদেষ্টা তাকে সান্ত্বনা দিয়ে সব হত্যার বিচার দ্রুত করা হবে বলে জানান।

আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে গেজেট করার দাবি জানিয়েছেন রিয়ানের বাবা। আন্দোলনে কতজন মারা গেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই সংখ্যা প্রকাশের দাবিও করেন তিনি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যু হয় শত শিক্ষার্থী-জনতার আর আহত হয় সহস্রাধিক। আন্দোলনের জোয়ারে গণঅভ্যুত্থান ঘটে। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ৫ আগস্টই পৃথিবী ছাড়েন নাসিব হাসান রিয়ান।

/এএম

Exit mobile version