Site icon Jamuna Television

পটুয়াখালী গণপূর্তের সেই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পরিবার নিয়ে পালানোর সময় বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে ধরা পরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বুধবার (১৪ আগস্ট) মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেছেন পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাসেল রনি।

মামলার বিবরণীতে জানা গেছে, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে একটি প্রাইভেট কারে করে গত ৮ আগস্ট কোথাও যাচ্ছিলেন হারুন অর রশিদ। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তার গাড়ি আটকে ধরে। সেখান থেকে জ্ঞাত আয় বহির্ভূত নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার মার্কিন ডলার ও ৪৮ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এছাড়া কিছু চেক বই ও দলিলও উদ্ধার করা হয়। এসব উদ্ধারের পর সম্পদের সঠিক উৎস সম্পর্কে সদুত্তর দিতে ব্যর্থ হন হারুন।

এসময় কর্তব্যরত শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দিলে তারা জব্দকৃত মালামালসহ তার পরিবারকে বরিশাল কোতোয়ালী থানায় সোপর্দ করেন।

উল্লেখ্য, হারুন অর রশিদ ২০১৯ সালের এপ্রিল থেকে পটুয়াখলী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২৮ বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন।

/এমএইচআর

Exit mobile version