Site icon Jamuna Television

চট্টগ্রামে খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সিটি করপোরেশন।

দুপুরে নগরীর হালিশহর এলাকায় মহেশখালের জেলে পাড়া মুখ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মহেশখালে এক হাজার অবৈধ স্থাপনা রয়েছে। দু’দিনের মধ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের পথ ঠিক রাখতে পর্যায়ক্রমে বন্দরনগরীর সব খাল দখলমুক্ত করার ঘোষণা দেন মেয়র। দখলকারীরা প্রভাবশালী হলেও কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version