Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; মিঠুন-খালেদের অভিষেক

সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ও শেষ টেস্টে এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৩ রানের মাথায় শুন্য হাতে ফিরেছেন ইমরুল কায়েস।

মিরপুরের উইকেটের ফায়দা নিতে ব্যাটসম্যানদের উপরই আস্থা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আর তরুন পেইসার খালেদ আহমেদের। আর বিশ্রাম কাটিয়ে বোলিংয়ে নামার অপেক্ষায় কাটার মাস্টার মোস্তাফিজ।

সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাজমুল অপু আর পেইসার আবু জায়েদ চৌধুরী রাহি। জিম্বাবুয়ে একাদশে অবশ্য কোন পরিবর্তন নেই। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অতিথিরা।

Exit mobile version