Site icon Jamuna Television

নিহত ও নির্যাতিতদের স্মরণে এবি পার্টির গণজমায়েতে

১৬ বছরের যত জুলুম ও অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয়— এমনটা দাবি করছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এবি পার্টি আয়োজিত নিহত ও নির্যাতিতদের স্মরণে গণজমায়েতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের পাশাপাশি গত ১৬ বছরের সকল গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচার জুলুম নির্যাতনের যেন বিচার হয় এবি পার্টি সেজন্য তৎপরতা ও সংগ্রাম অব্যাহত রাখবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মেজর মিনার বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে।

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণজমায়েতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক।

/এনকে

Exit mobile version