Site icon Jamuna Television

আবারও গ্রেফতার হলেন পিএমএলএন সভাপতি শাহবাজ শরিফ

দুর্নীতির অভিযোগে আবারও গ্রেফতার হলেন পাকিস্তানের বিরোধী দল- পিএমএলএন’র সভাপতি শাহবাজ শরিফ। জিজ্ঞাসাবাদের জন্য ২৪ নভেম্বর পর্যন্ত রিমান্ডের সময় বাড়িয়েছেন আদালত।

গেল ৫ অক্টোবর থেকে পুলিশের হেফাজতে আছেন শাহবাজ। ১৪শ’ কোটি রুপির আসিয়ান হাউজিং স্কিমসহ তিনটি দুর্নীতি মামলায় অভিযুক্ত তিনি। নিয়ম বহির্ভূতভাবে পছন্দের প্রতিষ্ঠানকে ঠিকাদারী পাইয়ে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আসিয়ান দুর্নীতি মামলার শুনানির জন্য শনিবার লাহোর আদালতে হাজির করা হয় তাকে। সেসময়, পৃথক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার দেখায় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো-NAB। আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে মেয়ে ও জামাতাসহ দণ্ডিত হন নওয়াজ শরিফ। যদিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তারা।

Exit mobile version