Site icon Jamuna Television

হামলার নতুন ভিডিও প্রকাশ করলো হামাস

ফাইল ছবি।

ইসরায়েলি সেনাদের ওপর হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রকাশ করা হয় এই ফুটেজ।

হামাসের দাবি, রাফার তাল আল সুলতান এলাকার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের ওপর চালানো হয়েছে এসব হামলা। ভিডিওতে দেখা যায়, একটি পরিত্যক্ত ভবন থেকে অন্য একটি ভবনে রকেট ছুড়ছে ফিলিস্তিনি যোদ্ধারা।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে হামাসসহ ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন। গত কয়েক মাসে পাল্টা হামলার মাত্রা আরও তীব্র করেছে ফিলিস্তিনি যোদ্ধারা।

/এএম

Exit mobile version