Site icon Jamuna Television

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন থাকসিনের মেয়ে পেতংতার্ন

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রার নাম ঘোষণা করা হয়েছে। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্নকে বেছে নিয়েছেন ফেউ থাই পার্টি। ৩৭ বছর বয়সী পেতংতার্ন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে দল থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্নের নাম ঘোষণা করেন ফেউ থাই পার্টির সাধারণ সম্পাদক সারোওং থিয়েনথং। আজ শুক্রবার (১৬ আগস্ট) দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে।

প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পর পেতংতার্ন বলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমাদের দল ও জোটের শরিকেরা নেতৃত্ব দেবে। এ বিষয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। রায়ে থাভিসিনের মন্ত্রিসভাও ভেঙে দেয়ার আদেশ দেয়া হয়।

/এএম

Exit mobile version