Site icon Jamuna Television

ইউরোপে এমপক্সের রোগী শনাক্ত, জরুরি অবস্থা জারি

আফ্রিকা মহাদেশের পর এবার ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘এমপক্স’। জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসির।

জরুরি অবস্থা জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই সুইডেনে শনাক্ত করা হয়েছে আক্রান্ত এক ব্যক্তিকে। জানা যায়, সম্প্রতি আফ্রিকা ভ্রমণ করেছেন তিনি। ইতোমধ্যে আফ্রিকার ১৩টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র কঙ্গোতেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫০ জনের।

তবে ক্রমাগত পরিবর্তন হচ্ছে এ ভাইরাসের ধরন। নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে আরও দ্রুততার সঙ্গে। আফ্রিকার বিভিন্ন দেশে বর্তমানে এমপক্সের ‘ক্লেড ১’ ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

/এএম

Exit mobile version