Site icon Jamuna Television

রাশিয়ার সুজ্জা এলাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুজ্জা এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, শহরটিতে মিলিটারি কমান্ডারস অফিস তৈরি করতে যাচ্ছে দেশটির সেনারা। এদিকে, ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক থেকে আরও বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে মস্কো। ইউক্রেন সেনাদের প্রতিহতের দাবিও করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের বেশ কয়েকজন সেনাকে আটকও করেছে রুশ সেনারা। কিয়েভ সৈন্যদের আত্মসমর্পণের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

গত সপ্তাহে আকস্মিক হামলার শিকার হয় কুরস্ক। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থা জারি রয়েছে সীমান্তবর্তী আরেক অঞ্চল বেলগোরদেও।

/এএম

Exit mobile version