Site icon Jamuna Television

সম্পত্তির জন্য তিনমাস ধরে বন্দি বৃদ্ধা মা, উদ্ধার করলো সেনাবাহিনী

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি জন্য জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীকে তিনমাস যাবৎ ঘরে বন্দি করে রেখেছিল তার সন্তানরা। খবর পেয়ে শুক্রবার (১৬ আগস্ট) সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এ সময় তার আট সন্তানকে আটক করা হয়।

জানা যায়, জাহানারা বেগমের ৯ ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেয়ার জন্য এই কাণ্ড করেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গোর্কণঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার ও তার ৮ সন্তানকে আটক করে। এ সময় আটক সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা চান। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য জাহানারা বেগমকে তিনমাস বন্দি করে রাখা হয়েছিল। পাশাপাশি তাকে মারধর, নিয়মিত খাবার না দেয়া ও হত্যার হুমকি দিয়ে আসছিল। পরে ভুল বুঝতে পারায় এবং জাহানারা বেগমের কথামতো তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

/আরএইচ

Exit mobile version