Site icon Jamuna Television

চট্টগ্রাম থেকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবেন সৈয়দ মুহাম্মদ ইবরাহীম

বিশ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম জানিয়েছেন, ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিলে তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে করবেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এ কথা জানান।

তিনি আরও বলেন, নির্বাচন করলে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করবো। নির্বাচনে যাব কি যাব না তা কিছুক্ষণ পর জানা যাবে। তবে আমার দলের পক্ষ থেকে আমার দাবি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনীকে ‘ম্যাজেস্ট্রসি পাওয়ার’ দেয়ার কথাটি আমি বলবো না। আমার পরামর্শ হবে, সবার সাথে আলোচনা করে সেনাবাহিনী কার্যকরীভাবে মোতায়েন করতে হবে।

Exit mobile version