Site icon Jamuna Television

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপ‌তি জাফর খান আর নেই

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. জাফর খান মারা গেছেন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বরিশালের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সাংবাদিক জাফর খান দীর্ঘদিন ধরে কিড‌নি ও ডায়বে‌টিকস রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হয়।

তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

আজ শুক্রবার রাত ৯টায় চরপাড়া ঈদ গা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কে‌ন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

/আরএইচ

Exit mobile version