Site icon Jamuna Television

পটুয়াখালীতে ট্রলার ডুবি, ১৫ জেলে জীবিত উদ্ধার

ফাইল ছবি।

ষ্টাফ ক‌রেসপন‌ডেন্ট:

লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীতে এক‌টি ট্রলার ডোবার ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জী‌বিত উদ্ধার করা হ‌লেও ট্রলারটি উদ্ধার করা যায়নি। বিষয়‌টি নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক ‌মো. জাহাঙ্গীর মাতুব্বর।

তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকারী জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসতে রওনা হয়। তবে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে ট্রলা‌রের জেলেদের উদ্ধার করে।

/এআই

Exit mobile version