Site icon Jamuna Television

মনোনয়ন নিতে আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছেন মাশরাফী

একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে লড়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিতে দলীয় কার্যালয়ে যাচ্ছেন মাশরাফী বিন মোর্তজা। আজ সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আসার কথা থাকলেও জানা গেছে দুপুর ১টার মধ্যে এসে হাজির হবেন তিনি।

মাশরাফীর নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে আরেক ক্রিকেটার সাকিব আল হাসান গতকাল পর্যন্ত আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করার কথা চিন্তা করলেও শেষ পর্যন্ত জানান, তিনি সিদ্ধান্ত বদল করেছেন।

ক্রিকেট ও চিত্রজগতের তারকাদের মাঝে এবার হঠাৎ করে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ তৈরি হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগ থেকেই মনোনয়ন প্রত্যাশী। তবে সাকিব আল হাসানের মতো প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চিত্রনায়ক শাকিব খানও। তিনি গতকাল নির্বাচনে অংশগ্রহণের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করেন।

Exit mobile version