Site icon Jamuna Television

উপকূলীয় এলাকায় বইছে ঝড়ো বাতাস, হচ্ছে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোয় ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) কক্সবাজারে লঘুচাপের প্রভাবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র সৈকতে বইছে ঝড়ো বাতাস।

জানা গেছে, সাগরে মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলার ও নৌকা ফিরে আসলেও আটকা পড়েছে বেশ কিছু নৌযান। উত্তাল রূপ ধারণ করেছে সমুদ্র।

সমুদ্রবন্দরগুলোতেও ইতোমধ্যে দেয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে, বৈরি আবহাওয়ার মধ্যেও সৈকতে রয়েছে পর্যটকদের আনাগোনা। টানা ৩ দিন বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ পরিণত হয়েছে স্পষ্ট লঘুচাপে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

/এমএইচ

Exit mobile version