Site icon Jamuna Television

মর্গে পড়ে ২৮ লাশ, নেই দাবিদার

রাজধানীর সরকারি হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ শনাক্তের কার্যক্রম পরিচালনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দেয়া চিকিৎসকরা।

শনিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুরু হয় তাদের কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণহানি ঘটেছে। বেশিরভাগ লাশ তাদের পরিবার-পরিজন ও স্বজনরা মর্গ থেকে নিয়ে গেছেন।

তবে এখনও ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে ১৮ জনের মরদেহ। আর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ১০ জনের লাশ। কিন্তু তাদের কোনো দাবিদার নেই। তাই নিহতদের স্বজনদের খোঁজে পেতে পরিচয় শনাক্তে কাজ করছে চিকিৎসকরা।

/এটিএম

Exit mobile version