Site icon Jamuna Television

ফের অস্থির কাঁচা মরিচের বাজার

ফাইল ছবি।

রাজধানীতে কাঁচা মরিচের বাজারে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। বাজারভেদে কেজিপ্রতি ৩২০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবারও (১৫ আগস্ট) যা বিক্রি হয়েছে ৩০০ টাকা দরে।

বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমায় জুনে খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম উঠেছিল ৪০০ টাকা কেজি। এরপর জুলাই মাসে আন্দোলন পরিস্থিতিতে দাম ৩৫০ টাকা ছাড়ায়, যা চলতি মাসের শুরুতে কমে আসে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২০০ থেকে ২৪০ টাকায়। এখন আবারও দাম বেড়েছে।

আমদানি স্বত্ত্বেও স্থানীয়ভাবে সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। জানান, শুক্র ও শনিবার অনেকেই আমদানি বন্ধ রাখেন। যার প্রভাব পড়ে বাজারে। ক্রেতারা বলছেন, সুষ্ঠু তদারকির অভাবে দাম বাড়ছে পণ্যের।

/এমএন

Exit mobile version