Site icon Jamuna Television

নয়াদিল্লির গ্লোবাল সাউথ সামিটে অংশ নিলেন ড. ইউনূস, দেবেন ভাষণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ আগস্ট) ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

কিছুক্ষন পরই ভাষণ দেবেন তিনি। ইতোমধ্যে গ্লোবাল সামিটে ভাষন দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাজধানী এবারের সম্মেলনের আয়োজক।

এর আগে, গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।ফোনালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে গ্লোবাল সাউথ সামিটে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এসময় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন।

/এমএইচ

Exit mobile version