Site icon Jamuna Television

তিন বদলি খেলোয়াড়ের গোলে বড় জয় পিএসজির

বড় জয় দিয়ে কিলিয়ান এমবাপ্পে পরবর্তী যুগ শুরু করলো পিএসজি। লিগ আঁ-তে মৌসুমের প্রথম ম্যাচেই লা হাভরেকে ৪-১ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি।

রাতে লা হাভরের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল পিএসজি। দলের হয়ে গোলগুলো করেন লি কাং-ইন, উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানি। এর মধ্যে দেম্বেলে, বারকোলা ও কোলো মুয়ানি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। লা হাভরের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচ।

ম্যাচের ৩ মিনিটে কাং-ইনের করা গোলে এগিয়ে যায় পিএসজি। তবে বিরতির পরপরই ৪৮ মিনিটে গোল শোধ করেন হার্ভের গাতিয়ের লরিস। এরপর একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো ড্রতেই শেষ হতে যাচ্ছে। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। মূলত তিন বদলি খেলোয়াড় গোল করে বদলে দেন গোটা চিত্র।

শেষ ৬ মিনিটের মধ্যে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় পিএসজি। ৮৪ মিনিটে ব্যবধান ২-১ করেন দেম্বেলে। এরপর ৮৬ মিনিটে বারকোলা এবং ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কোলো মুয়ানি। এতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

/এনকে

Exit mobile version