Site icon Jamuna Television

চাকরি জাতীয়করণের দাবিত শাহবাগে বিক্ষোভ

চাকরি জাতীয়করণের দাবিত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা।

শনিবার (১৭ আগস্ট) সকালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত হাজার খানেক কর্মচারি শাহবাগে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কর্মরত সকলের চাকরি স্থায়ী করার দাবি জানান।

আন্দোলনকারিদের অভিযোগ, বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আওয়ামী লীগ সরকার চতুর্থ শ্রেনির নিয়োগ বন্ধ করে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শুরু করে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তিকরাসহ ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে।

/এটিএম

Exit mobile version