Site icon Jamuna Television

পিলখানা হত্যাকাণ্ড অধিকতর তদন্তের দাবি নিহতের পরিবারদের

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে আরও স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে মহাখালীতে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এ হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাপস এবং শেখ সেলিম জড়িত। এ ঘটনা তদন্তে স্বতন্ত্র কমিশন গঠনের করার দাবিও জানান তারা।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হওয়া তদন্ত সুষ্ঠু নয় অভিযোগ করে তারা বলেন, যে দুটি কমিটি তদন্ত করেছে, তারা নিহতদের স্বজনদের সাথে কথা বলেনি। প্রতিবেদন দুটি প্রকাশেরও দাবি জানানো।

এ ঘটনায় যারা জেলে আছে, তাদের মধ্যে কেউ নিরাপরাধ হলে, মুক্তি দেয়ার দাবিও জানান নিহতদের পরিবার।

/এটিএম

Exit mobile version