Site icon Jamuna Television

ঝিনাইদহে সনাতনী সম্প্রদায়ের সম্প্রীতির পদযাত্রা

‘ধর্ম যার যার রাস্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সম্প্রীতির পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়। শনিবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে ঝিনাইদহে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। আগামী দিনে সনাতনী সম্প্রদায়ের মানুষের কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।

/এআই

Exit mobile version