Site icon Jamuna Television

মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালেন মায়ামি কোচ

কোপা আমেরিকার ফাইনালে পুরো সময়টা মাঠে খেলতে পারেননি লিওনেল মেসি। চোট পেয়ে আগেই মাঠ ছেড়েছিলেন তিনি। মেসিকে ছাড়া আর্জেন্টিনা শিরোপা জিতলেও, লিগস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে তার ক্লাব ইন্টার মায়ামি। তবে এখনও জানা যায়নি ঠিক কবে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন তারকা। গত বুধবার মেসিকে ছাড়া লিগস কাপে খেলতে নেমে কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নিতে হয়েছে মায়ামিকে। শেষ ষোলোর ম্যাচে মায়ামিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বাস।

তবে মেসির মাঠে ফেরা নিয়ে মুখ খুললেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তিনি বলেন, লিওর উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে। কিন্তু কখন সে দলের সঙ্গে যোগ দেবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে মেসির ফেরা নিয়ে এক পডকাস্টে কথা বলতে গিয়ে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যান। তার ভাষ্য, এক সপ্তাহ পর, ২৪ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে। কিন্তু মেসি এখনও মাঠে আসেনি। এখনও সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে।

এর আগে কোচ মার্তিনো বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে। কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায়। কলম্বাস ম্যাচের আগের মার্তিনো জানিয়েছিলেন, মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না। কোচের এই কথার পরিবর্তন নেতিবাচক হিসেবে দেখছেন কাউফম্যান।

উল্লেখ্য, গত মৌসুমে মেসির হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথম লিগস কাপ শিরোপা ঘরে তুলেছিল ইন্টার মায়ামি। এই মৌসুমে সেই শিরোপা ধরে রাখতে মেসির ওপরই নির্ভর করছিল দলটি। তবে আসরের দ্বিতীয় রাউন্ডেই সেই স্বপ্ন ভেস্তে যায়।

/এমএইচআর

Exit mobile version