Site icon Jamuna Television

পণ্য খালাসে গতি ফেরাতে ছুটির দিনেও কাজ চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে

চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রমে গতি ফেরাতে ছুটির দিনেও কাজ চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে। শুল্কায়ন প্রক্রিয়া অনেকটা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ওপর নির্ভরশীল।

জুলাইয়ের শেষার্ধে ব্রডব্যান্ডসহ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। তাতে বন্দরে পাশাপাশি বিভিন্ন বেসরকারি ডিপোতে কনটেইনার জমে যায়। এ অবস্থায় কর্মদিবস বাড়িয়ে সমাধানের পথ খুঁজছেন কাস্টমস বিভাগ। চালু রাখা হয়েছে শুল্কায়ন কার্যক্রম। তবে ব্যাংক বন্ধ থাকায় শুল্কায়ন বিঘ্নিত হচ্ছে।

এদিকে, জমে থাকা কাজ এগিয়ে আনাসহ ডকুমেন্টেশন করছেন রাজস্ব কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে এখন সাড়ে ৪০ হাজার কনটেইনার জমে আছে।

আজ শনিবার (১৭ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। সাথে বইছে ঝড়ো হাওয়া। উত্তাল রূপ সৈকতে। চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতের কারণে ‘ওপেন কার্গো’ থেকে চাল, ডাল, গম জাতীয় পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। তবে বহিনোঙরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। লাইটারেজ জাহাজে পণ্য ওঠা-নামার কাজ চলছে।

/এমএন

Exit mobile version