Site icon Jamuna Television

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

ফাইল ছবি।

আজ থেকে খুলছে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয়া হয়।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, এরইমধ্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক শিক্ষক, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন। অনেকেই আসছেন না ক্যাম্পাসে।

এছাড়া বর্তমান পরিস্থিতিতে ক্লাস শুরুর আগে ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলারও প্রয়োজন আছে বলে মনে করেন অনেকে। ফলে আজ থেকেই সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু করা কষ্টসাধ্য হবে বলে মত সংশ্লিষ্টদের।

অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়েছে। এর আগে, ১৪ আগস্ট থেকেই পুরোদমে চলছে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম।

/এমএইচ

Exit mobile version