Site icon Jamuna Television

রাশিয়ার পূর্বাঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প, অগ্ন্যুৎপাত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কামচাটকা উপদ্বীপে ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর থেকে সেখানে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপির খবরে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, কামচাটকার রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

কামচাটকায় রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রামে বলেছে, উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।

এদিকে বড় ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে। কিন্তু এগুলোর তীব্রতা কম ছিল।

/এটিএম

Exit mobile version