Site icon Jamuna Television

আবু সাঈদ হত্যা: সাবেক আইজিপিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ

রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা নিতে নির্দেশ দিয়েছে আদালত। আজ রোববার (১৮ আগস্ট) রংপুরের তাজহাট থানাকে এ নির্দেশ দেন আদালত।

এছাড়াও ১৭ জনের মধ্যে রয়েছে, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান।

এর আগে, আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মাহিম নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়। যদিও পরে জামিনে মুক্তি পায় সে।

আরও পড়ুন:- আন্দোলন আর দ্রোহকাব্যের রচয়িতা একজন আবু সাঈদ

প্রসঙ্গত, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনে বেরোবিতে অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ।

/আরএইচ

Exit mobile version