Site icon Jamuna Television

ছয় বছর পর সস্ত্রীক দেশে ফিরলেন শফিক রেহমান 

প্রায় ৬ বছর পর সস্ত্রীক দেশে ফিরেছেন নন্দিত সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান। রোববার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দরে নেমেই দেশবাসীর প্রতি লাল গোলাপের শুভচ্ছা জানান শফিক রেহমান। আগে থেকেই তাকে বরণ করতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজন ও দৈনিক যায়যায়দিনের সহকর্মীরা।

দেশে এসে প্রথমেই তিনি জানান, বাংলাদেশে আসার পর সবচেয়ে বেশি অনুভব করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কোনোভাবেই তার মৃত্যুদণ্ড চান না বলে মন্তব্য করেন তিনি।

বেচে থাকাই শেখ হাসিনার অপরাধের প্রকৃত শাস্তি হবে এমনটা জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতার অবদান মনে রাখতে হবে। তাদের জন্য অনেক কিছু করার আছে বাংলাদেশের।

/এমএইচ

Exit mobile version