Site icon Jamuna Television

নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের দাবিতে জবিতে বিক্ষোভ

নিজ বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্যাম্পাস খোলার পর আজ রোববার (১৮ আগস্ট) প্রথমদিনই এই বিক্ষোভ হয়।

বিক্ষোভরতরা বলেন, শিক্ষার্থী হত্যায় যারা পরোক্ষভাবে জড়িত কখনই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে পারে না। অতিথি শিক্ষক কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করতে পারে না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

একইসাথে দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন তারা। লীগ-দল বা শিবির নয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধের তালিকায় বাম সংগঠনগুলো থাকবে বলেও জানান ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

/এমএইচ

Exit mobile version