Site icon Jamuna Television

ব্যাংক লেনদেন: চলতি সপ্তাহে তিন লাখ টাকা পর্যন্ত উত্তোলণ করা যাবে

অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা এক সপ্তাহের বেশি পার হলেও পুলিশের কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। নগদ টাকা পরিবহনে রয়ে গেছে নিরাপত্তা শঙ্কা। এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে; ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কা আছে।

এ পরিস্থিতিতে দু’সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। চলতি সপ্তাহের জন্য নির্দেশনা, এক অ্যাকাউন্ট থেকে ৩ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। সেজন্যই এ সীমাবদ্ধতা। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে।

তাছাড়া সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন সেটি বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

/এনকে

Exit mobile version