Site icon Jamuna Television

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১৬ দল ও ৪১ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৮ জানুয়ারি। আসরের পর্দা নামবে ২ ফেব্রুয়ারি। রোববার (১৮ আগস্ট) এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করে আইসিসি। সেখানে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ছাড়াও গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা পাওয়া দল, যেটি এখনও চূড়ান্ত নয়। মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ের এই বিশ্বকাপের প্রথম দিনই এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তাদের পরের ম্যাচ ২০ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২২ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

উল্লেখ্য, ২০২৩ সালের আসরে ভালোই খেলেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে উঠেছিল তারা। সেখানে দুই ম্যাচের একটিতে জয় পায় তারা। তৃতীয় হয়ে আসর শেষ করে দলটি। নেট রানরেটে পিছিয়ে থাকায় শেষ চারে উঠতে পারেনি তারা।

/এমএইচআর

Exit mobile version