Site icon Jamuna Television

এডিলেইড স্ট্রাইকার্সের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশ এইচপির

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার দল এডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরেছে আকবর আলীর দল।

রোববার (১৮ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করে বাংলাদেশ এইচপিকে ১৭০ রানের টার্গেট দেয় এডিলেইড। জবাবে নির্ধারিত ওভার শেষ হবার ১ বল আগেই ১৩২ রানে অলআউট হয় তামিম-রাব্বিরা। তানজিদ হাসান ছাড়া ফাইনালে আর কেউ রানের দেখা পাননি। সাম্প্রতিক হতাশা ঝেরে ফেলার আভাস দেওয়া এই ওপেনারও অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেননি। ব্যর্থতার ধারা আরও দীর্ঘায়িত করেন জিসান আলম, আফিফ হোসেন, পারভেজ হোসেনরা।

উল্লেখ্য, নর্দান টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ এইচপি। এই ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশ এইচপি দলের অস্ট্রেলিয়া সফর। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ৮ ম্যাচে তাদের জয় ৪টি।

/এমএইচআর

Exit mobile version