Site icon Jamuna Television

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলের মার্জ নামের ওই ঘাঁটিটি লক্ষ্য করে ছোড়া হয় একগুচ্ছ রকেট। খবর আনাদোলু এজেন্সির।

সামাজিকমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বেসামরিক এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির শেবা নামক শহরে ঘটে এ ঘটনা।

/এএম

Exit mobile version