Site icon Jamuna Television

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ২০১ কর্মকর্তা

শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে বঞ্চিত বিসিএসের বিভিন্ন ব্যাচের ২০১ জন কর্মকর্তাকে উপসচিব হতে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাচমেটদের পদোন্নতির তারিখ ধরে ভূতাপেক্ষ পদোন্নতির কথা উল্লেখ রয়েছে। পদোন্নতির তারিখ থেকেই তারা সরকারের আর্থিক সুবিধা পাবেন বলেও জানানো হয়।

শুধু রাজনৈতিক কারণে আওয়ামী শাসনামলের গত ১৬ বছরে প্রশাসনে পদোন্নতিবঞ্চিত হয়েছেন কয়েকশ কর্মকর্তা। গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে তাদের নামের সঙ্গে ‘নেগেটিভ’ উল্লেখ থাকায় বঞ্চিত করা হয়। অনেককে বছরের পর বছর ওএসডি থাকতে হয়েছে অথবা গুরুত্বহীন পদে ফেলে রাখা হয়েছে। অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৩ আগস্ট পদোন্নতি বঞ্চিত ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছিল সরকার।

/এএম

 

Exit mobile version