Site icon Jamuna Television

দুই সাহসী যোদ্ধাকে চিরবিদায় জানালো ছাত্রসমাজ

অশ্রুসিক্ত নয়নে রাজপথের দুই সাহসী যোদ্ধাকে চিরবিদায় জানিয়েছে ছাত্রসমাজ। রোববার (১৮ আগস্ট) দুপুরে শহীদ মিনারে শহীদ রিয়াজ ও ইমনের জানাজায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথও নেন তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শিক্ষার্থীর দায়িত্ব সরকার বহন করবে। শিক্ষার্থীদের বুকের ওপর যারা গুলি করেছে, মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের সকলের বিচার নিশ্চিত করা হবেও জানান তারা। রিয়াজ ও ইমনের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতারা।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের ইমন রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন শনিবার (১৭ আগস্ট) রিয়াজ নামে গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু হয়।

/এএম

Exit mobile version