Site icon Jamuna Television

বিটিভির মহাপরিচালককে ওএসডি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে বদলি করে রোববার (১৮ আগস্ট) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, ২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক করে আওয়ামী লীগ সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুবিভাগের দায়িত্বে ছিলেন।

তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। বিটিভিতে যোগদানের আগে জাহাঙ্গীর আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুবিভাগের দায়িত্বে ছিলেন।

/এএম

Exit mobile version