Site icon Jamuna Television

খালেদা জিয়াকে আবারও হাসাপাতালে নেয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

চিকিৎসক বোর্ডের অনুমতি ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এবং আবার হাসাপাতালে নেয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে নতুন করে রিট পিটিশন দায়ের করেছেন বেগম খালেদার আইনজীবীরা। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট শুনানি হবার কথা রয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছিল। তখন থেকে তিনি বিএসএমএমইউয়ের ৬১২ নম্বর কেবিনে ছিলেন।

Exit mobile version