Site icon Jamuna Television

নির্বাচন পেছানো নিয়ে সিদ্ধান্ত আগামীকাল: ইসি

নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার (১২ নভেম্বর) জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রোববার (১১ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, অংশগ্রহণ মূলক নির্বাচন অবশ্যই চায় কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু হবে।

এর আগে বিকেলে নির্বাচন একমাস পেছানোর লিখিত দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। এবং ভোট গ্রহণের তারিখ ৭ দিন পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

Exit mobile version