Site icon Jamuna Television

বাহুবলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জের বাহুবলে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মদন মিয়া ওরফে মোজাম্মেল নামের একজন মারা গেছে।

পুলিশের দাবি, সে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতি ও হত্যাসহ ৭টি মামলার আসামি মদনকে গতকাল গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে অন্যান্য সদস্য ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে দারাগাও চা বাগানে অভিযান চালায় পুলিশ।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা গুলি চালায় বলে দাবি পুলিশের। পুলিশ পাল্টা জবাব দেয়। গোলাগুলির মাঝে গুলিবিদ্ধ হয় মদন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version