Site icon Jamuna Television

বৈষম্যবিরোধী নানা দাবিতে এখনও রাজপথে মানুষ

বৈষম্যবিরোধী ব্যানারে নানা দাবিতে এখনো রাজপথে মানুষ। প্রতিদিনই বিভিন্ন মোড় অবরোধসহ চলছে নানা কর্মসূচি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এসবের ফলে রাস্তায় তৈরি হচ্ছে যানজট। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। গত কয়েকদিন ধরেই দেখা যায়, বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন অনেকেই। কোথাও মানববন্ধন করতে গিয়েও হয়ে যাচ্ছে সমাবেশ।

এছাড়াও, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ঘেরাও করা হচ্ছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগসহ নানা ইস্যুতে এসব ঘেরাও আর অবস্থান কর্মসূচিতে রাজধানী জুড়ে যানজট লেগেই আছে। এতে ক্ষুব্ধ জরুরি কাজে বের হওয়া নগরবাসী।

/এএস

Exit mobile version