Site icon Jamuna Television

হারুনের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

সংস্থাটির উপ-পরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত রোববার হারুনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত নেয়। বিগত সরকারের সময় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা রাজধানীতে দুডজন বাড়ি, অধর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিদেশেও গড়েছেন অঢেল সম্পদ।

এদিকে, প্রায় তিন বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি।

/এএস

Exit mobile version