Site icon Jamuna Television

বাংলাদেশে সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে জাপান: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জাপান। সোমবার (১৯ আগস্ট) দুপুরে, সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সাথে বৈঠকে, বিষয়টি আশ্বস্ত করেছেন, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর।

অর্থ উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশ এগিয়ে। চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে। স্থবির প্রকল্পেও অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশে ব্যবসার পরিবেশের সংস্কার চায়। সেটি করা হবে বলেও জানান তিনি।

সভায়, রাষ্ট্রদূত বর্তমান সরকারের সাথে কাজ করতে তাদের আগ্রহ তুলে ধরেন। এ সময় বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয় উঠে আসে। ব্যাবসার পরিবেশ সংস্কারের পরামর্শ দিয়েছেন, রাষ্ট্রদূত।

/এএস

Exit mobile version