Site icon Jamuna Television

প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত অস্ট্রিয়া

প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত অস্ট্রিয়া। দেশটির রাজধানী ভিয়েনার কিছু অংশ পানির নিচে চলে গেছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় শহরে ভেসে গেছে বহু গাড়ি। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। সোমবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে স্কাই নিউজ এ তথ্য জানায়।

ভিডিওতে দেখা যায়, যাতে দেখা যায়, আকস্মিক বন্যার তোড়ে দেশটির সেইন্ট এন্টন শহরের বহু সড়ক ভেঙ্গে পড়ে। সড়কে থাকা বহু গাড়ি ভেসে যায় বন্যার পানিতে।

প্রবল বৃষ্টির কারণে শহরটিতে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। এছাড়াও পানির নিচে তলিয়ে গেছে বহু বাড়ি-ঘর ও রাস্তাঘাট। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

/এআই

Exit mobile version